অন্তর্বর্তী সরকারের দেওয়া ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সে অনুযায়ী যদি ওই সময়ের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নতুন সরকারকে দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যেই জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে হবে।কিন্তু বাজেট প্রণয়নের প্রস্তুতিমূলক কাজ অনেক আগেই শুরু করতে হয়, অন্তত চার-পাঁচ মাস আগে থেকেই শুরু করতে হয়। সেই হিসেবে আগামী সরকারের হাতে সময় থাকবে খুবই কম। তাদের প্রথম বাজেট প্রণয়নের কাজটি পর্যাপ্ত সময় নিয়ে গুছিয়ে প্রণয়নের সুযোগ প্রায় থাকছে না বললেই চলে। তার মানে কি এই যে আগামী সরকার তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের যাত্রা শুরুই করবে একটি অগোছালো অবস্থার মধ্য দিয়ে? এ প্রশ্নের জবাব হ্যাঁ বা না দুটোই হতে পারে। আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে যাঁরা আশাবাদী...