এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের হারে বিদায় নিল বাংলাদেশ। গতকাল রাতে দুবাইয়ে ম্যাচ শেষে দাঁড়ানো অধিনায়ক জাকের আলি জানালেন, টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই হার ডেকে এনেছে। ফাইনালে ওঠার জন্য পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য খুব একটা বড় ছিল না। উইকেট অপেক্ষাকৃত কম চ্যালেঞ্জিং হলেও লক্ষ্য ধরা-ছোঁয়ার মধ্যেই মনে হচ্ছিল। কিন্তু রান তাড়ায় নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১২৪ রানে থেমে যায় টাইগাররা। ম্যাচটিতে শামীম হোসেন একাই লড়াই করেছেন, ২৫ বলে করেছেন ৩০ রান। তবে সঙ্গ পাননি কারও। এর আগের দিন বুধবার ভারতের বিপক্ষেও একই চিত্র দেখা যায়। বোলাররা প্রতিপক্ষকে ১৬৮ রানে আটকে রাখলেও ব্যাটাররা জ্বলে উঠতে না পেরে ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জাকের আলি নিজেও ৯ বলে মাত্র...