২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভোরে হোয়াইট হাউসের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। এটি ট্রাম্প ও শাহবাজের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উষ্ণ করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শুরু হওয়ার কথা ছিল ওয়াশিংটন সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে (পাকিস্তান সময় দিবাগত রাত ১টা ৩০ মিনিট)। তবে কিছু নির্বাহী আদেশে সই করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলায় তাঁদের এ বৈঠক প্রায় আধা ঘণ্টা দেরিতে শুরু হয়। বৈঠক চলে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট। এর মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী...