২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম নীলফামারীর সৈয়দপুরে গত এক সপ্তাহ থেকে চলছে প্রচন্ড তাপদাহ। প্রখর রোদে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া দপ্তর জানায়,সকালে ও দুপুরে তাপমাত্রা থাকছে ৩০ ডিগ্রির ওপরে। ১২ টার আগে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আর এম ও ডা.মো.নাজমুল হুদা জানান,অতিরিক্ত গরমে নানানরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রতিদিন হাসপাতালে রোগির ভিড় বাড়ছে। অনেকে চিকিৎসা সেবা নিয়ে বাসায় ফিরছেন আবার কেউ কেউ হাসপাতালে ভর্তি আছেন। সৈয়দপুর আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান,গরমে মানুষ একটু স্বস্তি পেতে বিভিন্ন প্রকার শরবত,আখের রস,ঠান্ডা পানির দিকে ঝুঁকছেন। আর এ সুযোগে এক শ্রেণির অসাধু শরবত বিক্রেতা তাদের তৈরি শরবতের গ্লাস প্রতি দাম বাড়িয়েছেন। তারা শরবত...