২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কিছু পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার লক্ষ্য হলো দেশীয় উৎপাদনকে রক্ষা করা এবং বৈদেশিক পণ্যের ওপর নির্ভরতা কমানো। এই পদক্ষেপ মার্কিন বাজারে বিদেশি পণ্যের প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে এবং স্থানীয় উৎপাদকদের সুবিধা দিতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ট্রাম্প ঘোষণা করেছেন যে, যদি কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা না গড়ে তোলেন, তাহলে তাদের ওষুধ আমদানি করার ক্ষেত্রে শতভাগ শুল্ক আরোপ করা হবে। এছাড়া ভারী ট্রাকে ২৫ শতাংশ এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পের মতে, বিদেশি পণ্যের বাজার সয়লাব মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে, তাই এই পদক্ষেপ স্থানীয় শিল্পকে রক্ষা করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম...