জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে পৌঁছেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউইয়র্ক সিটির ম্যানহাটনে তার হোটেলের বাইরে বিক্ষোভ করেছেন ইসরাইল বিরোধীরা। খবর টাইমস অব ইসরাইলের। ম্যানহাটনে বিক্ষোভকারীদের হাতে ছিল ‘ইসরাইলকে নেতানিয়াহুর হাত থেকে বাঁচাও’, ‘যুদ্ধ বন্ধ করো’ এবং ‘সকলকে মুক্ত করো’ লেখা প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগান দেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর আগে নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে থাকা ইসরাইলি ও মার্কিন ইহুদিরা বিক্ষোভ করেছিলেন। যা দীর্ঘদিনের এক প্রথা ভেঙে দিয়েছিল, যুক্তরাষ্ট্রে ইহুদিরা ইসরাইলের বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ করে না। এর আগে ২০২৩ সালে নেতানিয়াহু জাতিসংঘ ভাষণ দেয়ার সময় নিউইয়র্কে বড় ধরনের বিক্ষোভ হলেও গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়ার কারণে এখন তা অনেকটা কমে এসেছে।...