আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আছে পৃথিবীতে চৌদ্দটি। ওই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় এক তৃতীয়াংশ। ফলে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন। বাংলাদেশের পর্বতারোহী ডা. বাবর আলী ইতিহাস গড়লেন প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আটহাজারি শিখর আরোহণ করে। তিনি ২৬ সেপ্টেম্বর ভোরে স্পর্শ করেছেন নেপালে অবস্থিত পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলুর (২৬,৭৮১ ফুট) চূড়া। এটি বাবরের ৪র্থ আটহাজারি শৃঙ্গে সফলতা। বাবর ছাড়াও শিখরে ছিলেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এটি তানভীরের প্রথম আটহাজারি শিখর অভিযান ও প্রথম অভিযানেই এসেছে এ সাফল্য। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন এ অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। এ অভিযানের আউটফিটার স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশনের সত্ত্বাধিকারী বোধা রাজ ভান্ডারির সূত্রে এ তথ্য জানা গেছে। ‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’ শীর্ষক এ অভিযানের...