দুই দশকের ঝলমলে ক্যারিয়ার, ৩৬টি শিরোপা, একটি বিশ্বকাপ আর এক অবিস্মরণীয় যুগের অংশীদারিত্ব। অবশেষে সময় হলো সেই বিদায়ের, যেটি দীর্ঘদিন ধরেই আঁচ করা হচ্ছিল। লিওনেল মেসির দীর্ঘদিনের সঙ্গী, স্প্যানিশ মিডফিল্ড মাস্ট্রো সার্জিও বুসকেটস ঘোষণা দিলেন, চলতি এমএলএস মৌসুম শেষে ঝুলিয়ে রাখছেন বুট।‘সময় এসেছে বিদায় বলার। আমি খুশি, গর্বিত আর কৃতজ্ঞ হয়ে বিদায় নিচ্ছি,’—নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় বলেন ৩৭ বছর বয়সী বুসকেটস।যে ক্লাবের খেলা দেখলে আপনি পাবেন প্রায় ১৪০০ টাকা!২০০৮ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর থেকে প্রায় পুরো ক্যারিয়ারই কেটেছে কাতালান জায়ান্টদের সঙ্গে। ছিলেন পেপ গার্দিওলার স্বর্ণযুগের মূল স্তম্ভ। প্রচলিত ডিফেন্সিভ মিডফিল্ডারদের ধারা বদলে দিয়েছিলেন তিনি, যে কারণে হুয়ান রোমান রিকুয়েলমে একসময় মন্তব্য করেছিলেন—‘বুসকেটস বিশ্ব ফুটবলকেই বিভ্রান্ত করেছে।’বার্সেলোনার হয়ে জিতেছেন ৯টি লা লিগা, ৩টি উয়েফা চ্যাম্পিয়নস...