সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরিয়ানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’কে ঘিরে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের শুরু হলো নতুন আইনি লড়াই। প্রাক্তন এনসিবি অফিসার সামীর ওয়াংখেড়ে এবার সরাসরি আঘাত হানলেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের বিরুদ্ধে। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি দায়ের করলেন মানহানির মামলা, দাবি করলেন চমকে দেওয়া ২ কোটি টাকার ক্ষতিপূরণ।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মামলার মূল বিষয় হলো, আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’, যা সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ওয়াংখেড়ের অভিযোগ, এই সিরিজে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা হয়েছে এবং আইন পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগকে খাটো করে দেখানো হয়েছে। তার মতে, এ ধরনের গল্প উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি খারাপ মনোভাব তৈরি করতে পারে।তিনি দাবি...