১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে সূচনা হয় বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্তের। মালয়েশিয়া অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তৎকালীন ক্রিকেটের পরাশক্তি কেনিয়াকে পরাজিত করে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। এর ঠিক দুই বছর পর বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করে লাল-সবুজেরা। প্রথমবার অংশ নিয়েই পরাক্রমশালী পাকিস্তান ও পরীক্ষিত স্কটল্যান্ডকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন আকরাম খান-খালেদ মাহমুদ সুজনরা। এরপরের বছর অর্থাৎ ২০০০ সালে ২৬ জুন ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটের আঙিনায় ক্রিকেট পা রাখে বাংলাদেশ। সবমিলিয়ে তিন দশকে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বকাপ ও এশিয়া কাপের কোনো ট্রফি জিততে পারেনি টাইগারা। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে না পারলেও এশিয়া কাপে তিনটি ফাইনাল খেলেছে তারা। কিন্তু প্রতিবারই দেশের মানুষকে হতাশ করেছে ক্রিকেটাররা। প্রতিটি টুর্নামেন্টের আগে...