পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এক বিরল বৈঠকে মিলিত হন। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। পাকিস্তানের সরকারি এক্স (টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেন। বৈঠকের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প শাহবাজ ও আসিম মুনিরকে ‘চমৎকার মানুষ’ বলে অভিহিত করেন। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত ছবিতে শাহবাজ, আসিম মুনির ও ট্রাম্পকে আন্তরিক পরিবেশে কথা বলতে দেখা গেছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক প্রতিক্রিয়ায় বলেন, চলতি দুই হাজার পঁচিশ সাল পাকিস্তানের জন্য সাফল্যমণ্ডিত একটি সময়।...