জুলাইকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও লালপুর উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাগাতিপাড়ার মালঞ্চি রেলগেট এলাকায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এ দাবি জানান। আবুল কালাম আজাদ বলেন, জুলাইকে আইনি ভিত্তি ছাড়া এবং পিআর পদ্ধতি ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যারা সরকারের দোসর হয়ে কাজ করছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের দাবি না মানা হলে বাংলাদেশে আরেকটি অধ্যায় রচিত হবে জামায়াতের নেতৃত্বে। স্বৈরাচার ও অবিচারকারীদের বাংলাদেশে ঠাঁই হয়নি, বর্তমান শাসকরাও যদি জনগণকে শোষণ করেন তবে...