প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০-এর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে। এই ইউনিট ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির জন্য কোম্পানির ক্লাউড প্রযুক্তি ব্যবহার করছিল। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউনিট ৮২০০ পশ্চিম তীর ও গাজা উপত্যকার লাখো ফিলিস্তিনির ফোন কল গোপনে রেকর্ড, সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করছিল। প্রতিদিন প্রায় প্রতি ঘণ্টায় এক মিলিয়ন কল সংগ্রহের ক্ষমতা সম্পন্ন এই নজরদারি প্রকল্পে ৮ হাজার টেরাবাইট পর্যন্ত তথ্য নেদারল্যান্ডসে অবস্থিত একটি ডেটা সেন্টারে রাখা হতো। ২০২১ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার সঙ্গে ইউনিট ৮২০০-এর তৎকালীন প্রধান ইয়োসি সারিয়েলের বৈঠকের পর এই প্রকল্প শুরু হয়। এরপর থেকে তিন বছর ধরে ইসরায়েলি সেনাদের এই নজরদারি কার্যক্রমে অ্যাজিউরের সীমাহীন স্টোরেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা...