ঢাকা মহানগরের বাজারে চড়া দামে শাক-সবজি বিক্রি হলেও কৃষকরা কিন্তু সেই ন্যায্য দাম পাচ্ছেন না। এর প্রধান কারণ হলো, কৃষকের হাত থেকে পণ্য যখন মহানগরের বাজার পর্যন্ত আসে, তখন নানা জায়গায় নানা ধরনের চাঁদাবাজি এবং অতিরিক্ত খরচ হয়।পরিবহনের ক্ষেত্রেও অতিরিক্ত খরচ হয়। মূলত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও অতিরিক্ত খরচের কারণে পণ্যের দাম বেড়ে যায়। একই সঙ্গে বর্তমানে সরকার থেকে বাজার সেভাবে তদারকি করা হচ্ছে না। এতে সবজির দাম নিয়ন্ত্রণে আসছে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ছাত্ররা যখন রাস্তাঘাটের দায়িত্বে ছিলেন, তখন চাঁদাবাজিটা কমে গিয়েছিল এবং এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে চাঁদাবাজির ঘটনা অনেক বেড়ে গেছে। এতে পণ্য যখন মহানগরে আসে, তখন তা ভোক্তাদের ক্রয়সীমার বাইরে চলে যায়।বাজার তদারকিতে একটু ঢিলেঢালা ভাব তৈরি হয়েছে। আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...