নাটকের ক্যারিয়ার এক যুগেরও বেশি। গত দুবছর সিনেমায় নজর দিয়েছেন। দ্বিতীয় সিনেমা নিয়ে পর্দায় হাজিরও হয়ে গেছেন এরইমধ্যে। কিন্তু নিজের অভিনীত প্রথম সিনেমা দেশের দর্শককে দেখাতে পারেননি এতদিন। এবার সে সুযোগ এসেছে মেহজাবীন চৌধুরীর। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে সিনেমাটি একাধিকবার প্রদর্শিত হয়েছে। তবে ক্যারিয়ারের প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে ‘সাবা’ এখন দ্বিতীয়। মেহজাবীন জানিয়েছেন, আপাতত সীমিত আকারে এটি মুক্তি পাচ্ছে। আজ থেকে দর্শক রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস, স্টার সিনেপ্লেক্স ও নারায়ণগঞ্জের একটি প্রেক্ষাগৃহে ‘সাবা’ দেখা যাবে। দর্শকের সাড়া ভালো পেলে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানো হতে পারে। কী কারণে ‘সাবা’ দেখবেন দর্শক, এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটি শুধু মা ও মেয়ের গল্প নয়। ছোটবেলায় মায়ের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা তাদের...