এশিয়া কাপে দুইবার ভারতের কাছে হারের পরও ফাইনালে উঠেছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশকে হারিয়ে তারা শিরোপা লড়াই নিশ্চিত করে। আগামী রোববার আবারও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগে ভারত ম্যাচে হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিশেষ ইঙ্গিতকে কেন্দ্র করে বড় বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পর পাকিস্তান কোচ মাইক হেসন খেলোয়াড়দের কড়া বার্তা দিয়েছেন। হেসন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার বার্তা খুব পরিষ্কার। খেলোয়াড়রা শুধু ক্রিকেটে মনোযোগ দেবে। ইশারার বিষয়টি অতিরিক্ত চাপের ম্যাচে আবেগ থেকেই আসে। কিন্তু এখন শুধু খেলাতেই মনোযোগ দিতে হবে।’ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যেই হারিস ও সাহিবজাদার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। আইসিসির রায় এখনও আসেনি। এর মধ্যে হেসন দলকে সতর্ক করলেন যেন তারা মাঠের ভেতরে কোনো বাড়তি আচরণে না যায়। এর আগে গ্রুপ পর্বে ভারত পাকিস্তানকে হারায় ৭...