শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল গোটা পাকিস্তান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালের এ ঘটনায় ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াতসহ খাইবার পাখতুনখোয়ার (কেপি) কয়েকটি জেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূকম্পবিদরা জানিয়েছেন, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, ভূমিকম্পটি ভূমির ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।আরও পড়ুনআরও পড়ুনইসরাইলি সেনা ইউনিটের সেবা বন্ধ করল মাইক্রোসফট এতে পেশোয়ার, সোয়াত, চারসদ্দা ও বুনের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। লোয়ার দির ও মারদানেও উল্লেখযোগ্যভাবে কম্পন টের পাওয়া যায়। খাইবার জেলার ল্যান্ডিকোটালে মূল ভূমিকম্পের পর কয়েক দফা আফটারশকও অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারের নগর এলাকায় দপ্তর ও বাসাবাড়ি থেকে মানুষ বেরিয়ে আসে। সোয়াত, চিত্রাল ও পার্বত্য অঞ্চলের বাসিন্দারা আফটারশক...