২০২৬ সালের পুরুষদের বিশ্বকাপ হবে একসঙ্গে তিন দেশে—কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। আর এই আসরের মাসকটও থাকছে তিনটি। এবার পরিচয় হলো কানাডার ‘ম্যাপল দ্য মুস’, যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ দ্য বল্ড ঈগল’ আর মেক্সিকোর ‘জায়ু দ্য জাগুয়ার’-এর সঙ্গে। ফিফা এক বিবৃতিতে বলেছে, এটি হবে ‘একটি উদযাপন, যা টুর্নামেন্টের মতোই সাহসী ও সীমা ভেঙে দেওয়া।’ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘২৬ বিশ্বকাপ দলের পরিবার আরও বড় হলো, আরও মজার হলো।’ কাতার বিশ্বকাপের মাসকট ছিল ‘লাইব’, যা আরব সংস্কৃতির সঙ্গে ফুটবলের মেলবন্ধন ঘটিয়েছিল। এবার তিন মাসকটকে সাজানো হয়েছে দেশগুলোর সংস্কৃতি আর প্রতীককে সামনে রেখে। যুক্তরাষ্ট্রের মাসকট ক্লাচকে বলা হয়েছে ‘অ্যাডভেঞ্চারপ্রেমী আর মাঠে সাহসী’। তবে অনেকে মনে করছেন, ঈগলকে ফুটবলারের রূপ দেওয়া কিছুটা অন্যায্য—কর্নারের সময় তো বিশাল সুবিধা থাকবে, পায়ের বদলে ডানার ব্যবহার করে উড়ে উড়ে...