২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ এএম ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে ডেকে ক্রিকেটে রাজনৈতির মন্তব্য করতে নিষেধ করে দিল আইসিসি। পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে সূর্যকুমারকে ডেকে এই সতর্কতা দিল ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। দুবাইয়ে বৃহস্পতিবার ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের শুনানিতে হাজিরা দিতে হয় থারত অধিনায়ককে। চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সূর্যকুমারের মন্তব্য নিয়ে আইসিসির কাছে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় অধিনায়ক তাদের জয় উৎসর্গ করেছিলেন দেশের সশস্ত্র বাহিনীকে ও একাত্মতা ঘোষণা করেছিলেন তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলায় আক্রান্ত সবাই ও তাদের পরিবারের সঙ্গে। এক পর্যায়ে তিনি ‘অপারেশন সিদুঁর’ কথাটিও উল্লেখ করেন, যেটা সরাসরি রাজনৈতিক মন্তব্য। গ্রুপ পর্বের ওই ম্যাচটিতে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধেও...