ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধ দক্ষ কর্মী নিয়োগে আলবেনিয়া দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগজ বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। বেগাজ বলেন, আমাদের দেশের জন্য কর্মী প্রয়োজন। বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি ইতোমধ্যেই বাংলাদেশ থেকে নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করা যেতে পারে। বিশেষ করে পর্যটনক্ষেত্রে আলবেনিয়ার দক্ষিণ উপকূল রেখাকে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য একটি আশাব্যঞ্জক গন্তব্য হিসেবে তুলে ধরেন তিনি। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ ও আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য আমাদের কর্মক্ষম এবং তরুণ কর্মীরা উপযুক্ত। তিনি আলবেনিয়ার সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য...