মিলানের মঞ্চে আলো জ্বলে উঠতেই যেন অন্য এক আবহ তৈরি হলো। এম্পোরিও আর্মানি উপস্থাপন করল বসন্ত/গ্রীষ্ম ২০২৬–এর সংগ্রহ। তবে এটি ছিল অন্যসব দিনের মতো সাধারণ কোনো প্রদর্শনী নয়। কিংবদন্তি ডিজাইনার জর্জিও আর্মানির প্রয়াণের পর এটিই ছিল তাঁর নকশা করা শেষ সংগ্রহ। তাই প্রতিটি পোশাকে, প্রতিটি পদক্ষেপে মিশে ছিল স্মৃতি, আবেগ আর নীরব শ্রদ্ধা। রানওয়েতে হাঁটছিলেন মডেলরা। তাঁদের পোশাকের ভাঁজে ভাঁজে লুকিয়ে ছিল আর্মানির সৃজনশৈলী। দর্শকেরা নিঃশব্দে দেখছিলেন। দিনের শেষে আর কেউ এসে অভিবাদন নিলেন না। কিং জর্জিওর আসন রয়ে গেল শূন্য, কিন্তু তাঁর ছায়া ছড়িয়ে ছিল পুরো প্রাঙ্গণে। সংগ্রহটির অনুপ্রেরণা ছিল ভ্রমণ থেকে ফেরার গল্প। একদিকে ভ্রমণের উচ্ছ্বাস, অন্যদিকে শহরে ফেরার বাস্তবতা। এম্পোরিও আর্মানি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সংগ্রহের জন্ম হয়েছে ভ্রমণ শেষে শহরে ফেরার সময় যে তাড়না আর পরিবর্তনশীল...