এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে কংগ্রেসে দেওয়া সাক্ষ্য সংশ্লিষ্ট দুটি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি। বিবিসি লিখেছৈ, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচনার লক্ষ্য ছিলেন কোমি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসে দেওয়া তার সাক্ষ্যে- সংবাদমাধ্যমকে শ্রেণিবদ্ধ তথ্য ফাঁস করার অনুমোদন দিয়েছিলেন কি না, সে বিষয়ে মিথ্যা বলেছেন। এ তদন্তের নেতৃত্ব দিচ্ছেন লিন্ডসে হ্যালিগান, যিনি পূর্ব ভার্জিনিয়ার মার্কিন অ্যাটর্নি এবং একসময় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন। অভিযোগের প্রতিক্রিয়ায় কোমি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক মিনিটের ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি ফেডারেল বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখি।” সিবিএসের প্রতিবেদন অনুযায়ী, কোমির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপাঠের (অ্যারেইনমেন্ট) জন্য স্থানীয় সময় ৯ অক্টোবর সকাল ১০টায় (স্থানীয় সময়) ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ঠিক করা হয়েছে। সেদিন আসামির সামনে অভিযোগগুলো পড়ে শোনানো...