নানান বির্তকের কারণে আলোচনায় এসেছেন বরিশালের সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব ও সমন্বয়ক মারজুক আব্দুল্লাহ। তিনি পর পর চারটি বিয়ে করেছেন, প্রতারণা, ভুয়া মামলা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে এবার তার চার স্ত্রী একত্রিত হয়ে গণমাধ্যমকে জানিয়েছেন—তারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। কিছুদিন আগে নগরীর জিলা স্কুল মোড়ে ক্ষুব্ধ ছাত্র-জনতা মারজুককে গণধোলাই দেয়। স্থানীয়দের অভিযোগ, ছাত্রনেতা ও সংগঠক পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করেছেন এবং ভুয়া মামলায় জড়ানোর হুমকি দিয়েছেন। স্থানীয় এক ব্যক্তি জানান, মারজুক এক নারীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন, যিনি দুই সন্তানের জননি। পাশাপাশি স্ত্রী মেহেরুন্নেছাকে শারীরিক নির্যাতন করার পর শেষ পর্যন্ত তিনি তাকে ডিভোর্স দিতে বাধ্য হন। অভিযোগ আছে, বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আরও দুই নারীকে বিয়ে করে...