গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে আন্তর্জাতিক সুমুদ ফ্লোটিলাকে সহায়তা করার জন্য স্পেন ও ইতালি নৌবাহিনীর জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় ভূমধ্যসাগরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ফিলিস্তিনপন্থী এই ফ্লোটিলার ওপর গত বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় জাহাজের ক্রু সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিস্তৃতভাবে বিশ্বাস করা হচ্ছে, এই হামলার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে। তবে ইসরায়েল সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ফ্লোটিলার যাত্রার শুরু থেকেই ইসরায়েলের বিরোধিতা তীব্র। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভি ফ্লোটিলার কর্মীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। পাশাপাশি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলাকে বারবার অনুরোধ করেছে তাদের ত্রাণসামগ্রী ইসরায়েলের ভূখণ্ডে খালাস করতে, যা ফ্লোটিলা ‘জিহাদি উদ্যোগ’ হিসেবে বর্ণনা করেছে। গাজার কাছে পৌঁছার পর থেকে সুমুদ ফ্লোটিলা যে কোনো সময় ইসরায়েলি হামলার মুখে পড়ার আশঙ্কা করছে। ইসরায়েল জানিয়েছে, তারা তাদের...