ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের প্রয়াণের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তার মৃত্যু ঘিরে ধোঁয়াশা কাটেনি। কীভাবে এই কিংবদন্তী শিল্পীর জীবনাবসান ঘটল, তা জানতেই তদন্তে নেমেছে আসাম সরকার। জুবিনের জীবনের শেষ সময়ে তার সঙ্গে ইয়টে থাকা ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। তাকে ইতোমধ্যেই পুলিশ হেফাজতে নিয়ে জেরা শুরু হয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, কিংবা মামলা দায়ের হবে কি না—সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ১০ সদস্যের এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছেন স্পেশাল ডিজিপি এম. পি. গুপ্ত। তদন্তকারীরা জানিয়েছেন, জুবিনের শেষ সময়ের প্রতিটি মুহূর্ত খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো অবহেলা বা গাফিলতির কারণে মৃত্যু হয়েছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এরই মধ্যে ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী শ্যামকানু মহন্তর ভূমিকাও তদন্তের...