স্পেনের মাদ্রিদে এক অভিনব ঘটনার সাক্ষী হলো একটি বিয়ের আয়োজন। বিয়ের ঠিক পাঁচ ঘণ্টা আগে হবু বর–কনে হঠাৎ উধাও হয়ে গিয়ে চমকে দেন পরিবার–আত্মীয়স্বজনদের। পরে জানা যায়, ফেলিসিয়া এবং হ্যারল্ড নামের এ যুগল নিজেদের ‘রিচার্জ’ করতে বিশেষ এক পরিকল্পনা করেছিলেন। নির্ধারিত সময়ে তারা আবার বিয়ের অনুষ্ঠানে হাজির হন। বিয়ের দিন সকালে সবকিছু প্রস্তুত ছিল। পোশাক গুছানো, অনুষ্ঠানগৃহ সাজানো, অতিথিরা অপেক্ষায় কিন্তু হঠাৎ দেখা গেল, হবু বর হ্যারল্ড এবং কনে ফেলিসিয়া নেই। শুরু হয় পরিবারের উদ্বেগ। দু’পক্ষের আত্মীয়স্বজন ভেবেছিলেন কোনো বিপত্তি ঘটেছে। কিন্তু কিছু সময় পরেই জানা যায়, দু’জনেই ইচ্ছে করে বাইরে গিয়েছেন। ২৭ বছর বয়সি ফেলিসিয়া ও তার থেকে এক বছরের বড় হ্যারল্ড দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন। তবে তারা মনে করেছিলেন, বিয়ের দিন নানা আনুষ্ঠানিকতা, আত্মীয়স্বজনের চাপ এবং...