ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চলতি আসরে তৃতীয়বারের মতো মাঠে নামবে দুই দল। বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ ছিল কার্যত সেমিফাইনাল। সেই ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারিয়েছে পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হয়েছে টাইগারদের। রোববার এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সূর্যকুমার যাদবদের ভারতের মুখোমুখি হবে সালমান আলী আগাদের দল। বাংলাদেশকে খেলতে হয়েছে টানা দুই দিন। দুবাইয়ে বুধবার ভারতের বিপক্ষে, আর বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে নেমেছে টাইগাররা। পরপর ম্যাচ খেলার ধকল পড়েছে ক্রিকেটারদের শরীরে। দলের সেরা ব্যাটার লিটন দাস খেলতে পারেননি। ভারতের বিপক্ষে যেমন ছিলেন না, পাকিস্তানের বিরুদ্ধেও ছিলেন না। তার অনুপস্থিতি প্রভাব ফেলেছে ব্যাটিংয়ে। বল হাতে ভালো করলেও ম্যাচ জেতা যায়নি। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। ব্যর্থ হয়েছে টপ ও মিডল অর্ডার। ভারতের...