ক্রিকেটীয় আবহে রাজনীতির ঝাঁজ ছড়িয়ে দেওয়া চলবে না। শুনানির পর রাজনৈতিক মন্তব্য করতে মানা করে দেওয়া হলো সুরিয়াকুমার ইয়াদাভকে। ভারতীয় অধিনায়ক কোনো শাস্তির মুখোমুখি হচ্ছেন কি না, নিশ্চিত নয় এখনও। দুবাইয়ে বৃহস্পতিবার ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের শুনানিতে হাজিরা দিতে হয় সুরিয়াকুমারকে। আইসিসির ম্যাচ রেফারি এরপর ভারতীয় দলপতিকে জানিয়ে দেন, ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে ব্যাখ্যা করা যায় বা ফুটিয়ে তোলা যায় কিংবা রূপ দেওয়া যায়, এমন কোনো কিছু বলা যাবে না। সুরিয়াকুমারের শুনানি হওয়ায় এটা নিশ্চিত হওয়া গেল, ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিযোগের খবরটি আগে সংবাদমাধ্যমের প্রকাশ হলেও তা নিশ্চিত করা যায়নি কোনো পক্ষ থেকেই। আনুষ্ঠানিক শুনানি হয়েছে মানে আনুষ্ঠানিক অভিযোগও ছিল। খবরে এসেছিল, গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সুরিয়াকুমারের মন্তব্য নিয়ে আপত্তি...