মানুষ জন্ম থেকেই জানার পিপাসায় ছুটে চলে। ছোটবেলা থেকে শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব? স্কুল-কলেজের পড়াশোনা, বই-পত্রিকা, বিজ্ঞান-প্রযুক্তি কিংবা প্রকৃতি— সবকিছু থেকেই মানুষ চেষ্টা করে জ্ঞান আহরণ করতে। কবির ভাষায়, ‘বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র’— জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক অবিরাম শিক্ষার যাত্রা।তবুও কত জ্ঞানই অজানা থেকে যায় মানুষের কাছে। মহাবিশ্বের রহস্য, ভবিষ্যতের অজানা খবর, জীবনের অন্তিম মুহূর্ত—এসব মানুষের সাধ্যের বাইরে। কোরআন-হাদিসে বারবার বলা হয়েছে, এমন কিছু জ্ঞান আছে যা কেবল আল্লাহর কাছেই সীমাবদ্ধ। মানুষের সাধ্য যতদূরই প্রসারিত হোক না কেন, এই জ্ঞানের চাবি তিনি ছাড়া আর কারও হাতে নেই।পবিত্র কোরআনের সুরা লুকমানের ৩৪ নম্বর আয়াতে এবং বিভিন্ন সহিহ হাদিসে উল্লেখ আছে, পাঁচটি বিষয় আছে যা মানুষ কখনো জানতে পারে না। এই...