ভারতের মহারাষ্ট্রে ‘দাহি হান্ডি’ উৎসবে অগণিত মানুষের সামনে একদল তরুণ মিলে তৈরি করেন বিশ্বের সবচেয়ে উঁচু মানবপিরামিড। গিনেস ওয়ার্ল্ড রেকডর্সের ওয়েবসাইটে ১৯ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘‘রাজ্যের থানে শহরে গত ১৬ আগস্ট জন্মাষ্টমীর দিন ১০ স্তরের এই মানবপিরামিড গড়ে বিশ্ব রেকর্ড গড়েন একদল তরুণ।’’আরো পড়ুন:জেগে উঠেছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিবাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা বাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা একটি সংগঠনের উদ্যোগে মানবপিরামিড গড়ার উদ্যোগ নেওয়া হয়। সংগঠনটির নাম কোকননগর গোবিন্দ পাঠক অ্যান্ড সংস্কৃতি যুব প্রতিষ্ঠান ট্রাস্ট।সাধারণত ৮ বা ৯ স্তরের মানবপিরামিড গড়া যায়।অনেক দিন ধরেই ভারত ও স্পেন যৌথভাবে সবচেয়ে উঁচু মানবপিরামিড গড়ার রেকর্ড ধরে রেখেছিল। এবার প্রথমবারের মতো ১০ স্তরের মানবপিরামিড গড়তে সফল হলো ভারতের একটি দলটি। যেভাবে তৈরি হলো...