বিশ্ব শাসনব্যবস্থার প্রতি আস্থার ভাঙন স্পষ্ট। ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত দমননীতি চলছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তা, আধুনিক অস্ত্র ও নিরাপত্তা পরিষদে ভেটোর জোরে। ইউক্রেন-রাশিয়ার সংঘাত এখনো থামেনি। আন্তর্জাতিক অঙ্গনে আবারও দৃশ্যমান হচ্ছে ‘হার্ড পাওয়ার’-এর যুগ। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে আফ্রিকা-সর্বত্রই আইনি কাঠামো, আন্তর্জাতিক নিয়ম এবং জাতিসংঘ প্রস্তাব অগ্রাহ্য হচ্ছে। আজকের ভূরাজনীতিতে প্রাধান্য পাচ্ছে সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা এবং প্রয়োজনে উভয়কেই ব্যবহারের দৃঢ়তা। বিশ্ব শাসনব্যবস্থার প্রতি আস্থার ভাঙন স্পষ্ট। ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত দমননীতি চলছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তা, আধুনিক অস্ত্র ও নিরাপত্তা পরিষদে ভেটোর জোরে। ইউক্রেন-রাশিয়ার সংঘাত এখনো থামেনি। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র একদিকে মিত্রের দাবি তোলে, অন্যদিকে ভিন্ন পথে হাঁটে। এমনকি ইসরায়েলের পরিকল্পিত হামলা সম্পর্কেও ওয়াশিংটন অবগত ছিল বলে অভিযোগ উঠেছে, কিন্তু চুক্তিবদ্ধ মিত্র কাতারকে সতর্ক করেনি। অন্যদিকে পশ্চিমা বিশ্বও বিভক্ত। রাশিয়াকে ঘিরে...