সিরিয়ার পর্যটন খাতকে চাঙা করতে দেড়শ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে দেশটির সরকার। পর্যটনমন্ত্রী মাজেন আল-সালহানির বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে। আল-সালহানি জানান, প্রত্যক্ষ চুক্তি বা সমঝোতা স্মারকশ সব মিলিয়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার। বিনিয়োগের অধীন প্রকল্পগুলোর মধ্যে নতুন হোটেল, রিসোর্ট ও বিনোদন নগরী নির্মাণের পাশাপাশি আছে বিদ্যমান অবকাঠামো উন্নয়ন এবং ঐতিহাসিক স্থানগুলো ঠিকঠাক করে তোলা। গত আগস্টে অবকাঠামো, পরিবহন ও...