ঢাকা: বিশ্বের সর্বাধুনিক অবকাঠামো নির্মাণ সামগ্রী, কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্প এবং ধাতব শিল্পের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্যসামগ্রী নিয়ে রাজধানীতে চলছে আন্তর্জাতিক প্রদর্শনী।বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) এক্সপো ভিলেজে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ প্রদর্শনী শুরু হয়েছে।যা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘৯ম বাংলাদেশ বিল্ডকন ২০২৫’ এবং বেস্ট সিএনসি রাউটার প্রেজেন্টস ‘৯ম বাংলাদেশ উড অ্যান্ড মেটাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ প্রদর্শনীটির নলেজ পার্টনার ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ (আইডিবি)।অনুষ্ঠানে গিয়াসউদ্দিন হায়দার বলেন, নির্মাণশিল্প একটি ক্রমবর্ধমান খাত। এ শিল্পে খরচ সাশ্রয়, দক্ষতা বৃদ্ধি এবং...