জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রক্তন শিক্ষার্থী টুম্পা রানী খাঁর পড়ালেখা শেষ হয় ২০১৬ সালে। এরপর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু কোভিড ১৯–এর কারণে একে একে সব চাকরির পরীক্ষা যখন স্থগিত হয়ে যাচ্ছিল, কোনোদিকেই কোনো উপায় না দেখে একটু ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নেন টুম্পা। সেই ইচ্ছা থেকেই ২০২০ সালের জুলাই মাসে হাতে বানানো নাড়ুর একটি ফেসবুক পেজ খোলেন। পেজটির নাম ‘টুম্পার স্বপ্নরাজ্য’। পেজ খোলার নয় দিনের মাথায় প্রথম অর্ডার পান টুম্পা। এরপর তাঁকে আর থেমে থাকতে হয়নি। ২০২০ সালে যখন টুম্পা রানী খাঁ তাঁর ফেসবুক পেজটি খোলেন, স্বামীর চাকরির কারণে তখন ঢাকায় ছিলেন। এরপর দুবছর থেকেছেন মানিকগঞ্জ। ২০২২ সাল থেকে গোপালগঞ্জে নিয়মিত কাজ করে যাচ্ছেন টুম্পা। ক্রেতাদের কাছে নাড়ু-সন্দেশ কীভাবে পাঠাবেন, শুরুর দিকে তা নিয়ে বেশ বিপাকে পড়েছিলেন...