সারা বিশ্বে উদ্ভাবনী ক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতা চলছে। উদ্ভাবনের পেটেন্ট ফাইলিং এ ক্ষেত্রে নেতৃত্বের অন্যতম স্পষ্ট সূচক। সর্বশেষ আন্তর্জাতিক পেটেন্ট কার্যক্রম প্রতিবেদনে ডব্লিউআইপিও ২০২৫ পেটেন্ট কো–অপারেশন ট্রিটি (পিসিটি) ইয়ারলি রিভিউ দেখিয়েছে, কোন দেশগুলো ২০২৫ সালে উদ্ভাবনে শীর্ষে রয়েছে। এ তালিকার শীর্ষে আছে চীন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। পেটেন্ট ফাইলিং মূলত একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একজন উদ্ভাবক বা সংস্থা বিশ্বব্যাপী একাধিক দেশে তাদের উদ্ভাবনের জন্য পেটেন্ট সুরক্ষা চাইতে পারে। এর জন্য প্রধানত পেটেন্ট কো–অপারেশন ট্রিটি (পিসিটি) ব্যবহার করা হয়, যা বিশ্ব বুদ্ধিবৃত্তিক বা মেধাস্বত্ব সম্পত্তি সংস্থা (ডব্লিউআইপিও) দ্বারা পরিচালিত হয়। ডব্লিউআইপিওর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ২ লাখ ৭৩ হাজার ৯০০টি আন্তর্জাতিক পেটেন্ট আবেদন পিসিটির সিস্টেমের মাধ্যমে জমা পড়েছে। গ্লোবাল পেটেন্ট ফাইলিংয়ের ভিত্তিতে ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ১০ উদ্ভাবনী দেশ সম্পর্কে জেনে...