ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি ইসরায়েলকে পশ্চিম তীর (ওয়েস্ট ব্যাংক) দখলের অনুমতি দেবেন না। ইসরায়েলের কট্টর ডানপন্থী কিছু রাজনীতিক যখন এই ভূখণ্ডের ওপর সার্বভৌমত্ব দাবি করে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকেই ধ্বংস করে দিতে চাচ্ছেন, তখন ট্রাম্প তাদের সেই দাবি প্রত্যাখ্যান করলেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের অনুমতি দেব না। না, আমি এটা হতে দেব না। যথেষ্ট হয়েছে, এখন থামতে হবে।’ এই মন্তব্য আসে এমন এক সময়, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্কে পৌঁছেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য। নেতানিয়াহুর দফতর জানিয়েছে, তিনি দেশে ফিরে যাওয়ার পর ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাবেন। এর আগে, ব্রিটিশ কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন যে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ট্রাম্প হয়তো ইসরায়েলের...