নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বোনাস প্রদান ব্যবস্থায় দীর্ঘদিন ধরে দেখা গেছে অনিয়ম ও অতিরিক্ত উদারতা। এ অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নতুন করে একটি অভিন্ন নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে বোনাস ব্যবস্থাকে শৃঙ্খলার আওতায় আনা হচ্ছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে একজন কর্মীকে বছরে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দেওয়া যাবে, এবং তা অবশ্যই নিট মুনাফার ভিত্তিতে নির্ধারণ করতে হবে। এর ফলে অতীতের মতো নির্বিচারে বোনাস বিতরণ আর সম্ভব হবে না। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বহুদিন ধরেই কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত বোনাস প্রদান করে আসছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে সোনালী ব্যাংক পাঁচটি উৎসাহ বোনাস দেয়, যেখানে সর্বোচ্চ তিনটির অনুমোদন ছিল। যদিও মন্ত্রণালয় বাড়তি দুই বোনাস ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছিল, বাস্তবে তা কার্যকর...