জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ডনাল্ড ট্রাম্প অনেক দাবি করেছেন। ডিডাব্লিউ-র ফ্যাক্ট চেক অনুসারে অনেক দাবি সত্য নয়। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাধারণ পরিষদে এমন অনেক দাবি করেছেন যা ঠিক নয় বা বাড়িয়ে বলা। কিছু দাবি পুরোটাই অসত্য। তার কয়েকটি দাবিফ্যাক্ট চেক করে দেখলো ডিডাব্লিউ। দাবি: "আমি সাতটি যুদ্ধ বন্ধ করেছি...কম্বোডিয়া ও থাইল্যান্ড, কসোভো ও সার্বিয়া, কঙ্গো ও রাওয়ান্ডা...পাকিস্তান ও ভারত,ইসরায়েল ও ইরান, মিশর ও ইথিওপিয়া এবং আর্মেনিয়া ও আজারবাইজান।'' ট্রাম্পদাবি করেছেন, তিনি এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সাতটি সংঘাত থামিয়েছেন। বাস্তবে তার তালিকাভুক্ত অনেক সংঘাতের কোনো সমাধান হয়নি এবং এখনো পরিস্থিতি টালমাটাল। অন্য কিছু বিরোধের ক্ষেত্রে তার ভূমিকা বিবাদিত। মিশর ও ইথিওপিয়া কখনই ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় যুদ্ধে জড়ায়নি। তাদের বিরোধ ছিল ইথিওপিয়ার চারশ কোটি ডলারের রেনেসাঁ ড্যাম নিয়ে, যেখানে...