চট্টগ্রাম:বাংলাদেশি পর্বতারোহী ডা.বাবর আলী নতুন ইতিহাস গড়লেন। পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) শৃঙ্গ জয় করলেন তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই।এটিই প্রথম কোনো বাংলাদেশির শৃঙ্গ জয় অতিরিক্ত অক্সিজেন ছাড়াই। এই অভিযানে বাবরের সঙ্গে ছিলেন আরেক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ।তার এটিই প্রথম অভিযান। প্রথম চেষ্টাতেই শৃঙ্গ জয় করে তিনি ভেঙেছেন দীর্ঘদিনের একটি ট্যাবু। প্রমাণ করেছেন, বিদেশি প্রাতিষ্ঠানিক মাউন্টেনিয়ারিং কোর্স ছাড়াও কেবল দেশেই অনুশীলন করে উচ্চ পর্বতারোহণে সাফল্য পাওয়া সম্ভব। এই খবর বাংলানিউজকে নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ও ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সভাপতি ফরহান জামান। অভিযানের আউটফিটার ‘স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন’ এর সত্ত্বাধিকারী বোধা রাজ ভান্ডারি সূত্রে এ তথ্য জানা গেছে। ফরহান জামান বলেন, মানাসলুতে একই দিনে দুইবার উড়ল আমাদের লাল-সবুজের পতাকা। নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত বাবরের দীর্ঘদিনের স্বপ্ন ছিল অতিরিক্ত অক্সিজেন...