ভারতীয় বিনোদন জগতে এমন কিছু মুখ আছে যাদের উপস্থিতিই দর্শকের মনে আলাদা আনন্দ জাগায়। অর্চনা পুরন সিং ঠিক তেমনই একজন শিল্পী, যিনি হাসি আর প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে ছোট পর্দা থেকে বড় পর্দা-সবখানেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি কখনো বলিউডের সিনেমায় সহ-অভিনেত্রী, কখনো আবার টেলিভিশনের জনপ্রিয় বিচারক বা উপস্থাপক। তবে তার সবচেয়ে বড় পরিচয় হলো প্রাণখোলা হাসি আর অদম্য হাস্যরস। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অর্চনা পুরন সিং প্রমাণ করেছেন, বিনোদনের জগতে হাসিই হতে পারে একজন শিল্পীর আসল শক্তি। ছবি: ফেসবুক থেকে ১৯৬২ সালের এই দিনে ভারতের দেরাদুনে তার জন্ম। শৈশব থেকেই অভিনয় ও ক্যামেরার প্রতি আগ্রহ তাকে ধীরে ধীরে টেলিভিশন ও চলচ্চিত্র জগতে নিয়ে আসে। অর্চনা দেরাদুনেই শৈশব কাটান। পড়াশোনার পাশাপাশি নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ছিল তার নিত্যদিনের বিষয়। পরবর্তীতে উচ্চশিক্ষা...