ফুটবল জাদুকর মেসির দেশ আর্জেন্টিনা আসন্ন অস্কারের জন্য চলচ্চিত্র বাছাই করেছে। ডলোরেস ফোঁনজির পরিচালিত এবং অভিনীত চলচ্চিত্র ‘বেলেন’-কে দেশের প্রতিনিধি হিসেবে অস্কারের আন্তর্জাতিক বিভাগের জন্য নির্বাচন করেছে। এছাড়াও ছবিটি স্পেনের গোয়া পুরস্কারের প্রতিযোগিতার জন্যও নির্বাচিত হয়েছে। ‘বেলেন’ সম্প্রতি সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার দেখানো হয়। সেখানে দর্শকরা সাত মিনিট ধরে দাঁড়িয়ে প্রশংসা জানিয়েছিলেন সিনেমাটিকে। ডলোরেস ফোঁনজির পরিচালনায় এটি দ্বিতীয় চলচ্চিত্র। এর কাহিনিতে দেখা যাবে জুলিয়েটা নামের এক তরুণী নারীর গল্প। যিনি গর্ভপাতের পর কারাগারে বন্দী হন। আরেক প্রধান চরিত্র হলো সাহসী আইনজীবী সোলেদাদ দেজা। তিনি ন্যায়ের লড়াই করতে সাহস পান। ফোঁনজিই নিজে সোলেদাদ দেজার চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের গল্প তুকুমান প্রদেশে প্রেক্ষাপট হয়েছে। সেখানে জুলিয়েটার বিচার একটি গুরুত্বপূর্ণ মোড় আনে এবং নারীর অধিকার সংক্রান্ত দেশের আইনের উন্নয়নে ভূমিকা রাখে। মূল...