সিরিয়ার অন্তর্বর্তী সরকার চলতি মাসের শুরুর দিকে ঘোষণা দেয় যে, তারা লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুক্ত একটি সেল ভেঙে দিয়েছে। অভিযানে দামেস্কের গ্রামীণ অঞ্চলে বিপুল অস্ত্রশস্ত্রসহ কয়েকজনকে আটক করার দাবি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লাহর সিরিয়ার ভেতরে কোনো উপস্থিতি বা কার্যক্রম নেই এবং আমরা দেশটির স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিশেষায়িত ইউনিট এবং সাধারণ গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে ডামাস্কাসের উপকণ্ঠ সাসা ও কানাকের শহরে অভিযান চালানো হয়। সেখানে রকেট লঞ্চার, অ্যান্টি-ট্যাংক মিসাইল, ১৯টি গ্র্যাড রকেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে হিজবুল্লাহ সেলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।আরও পড়ুনআরও পড়ুনপরমাণু জ্বালানিতে অংশীদারিত্ব আরও গভীর...