লা লিগায় বার্সার ম্যাচে যেন অঘটনের গন্ধ পাওয়া যাচ্ছিল স্পেনের উত্তরাঞ্চলীয় শহর ওভিয়েদোয়। নবাগত দল রিয়াল ওভিয়েদোর বিপক্ষে প্রথমার্ধ শেষ হলো বার্সেলোনার জন্য হতাশায় ডুবে। গোলকিপার জোয়ান গার্সিয়ার চরম ভুলে প্রায় ৪০ গজ দূর থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দিলেন রেইনা। সেই মুহূর্তে মনে হচ্ছিল, হ্যান্সি ফ্লিকের বার্সাকে হয়তো পয়েন্ট হারিয়েই ফিরতে হবে।কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য চিত্র। একে একে এরিক গার্সিয়া, রবার্ট লেভানডফস্কি আর রোনালদ আরাউহোর গোলে নাটকীয় প্রত্যাবর্তন ঘটাল কাতালানরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে লা লিগার টেবিলে রিয়াল মাদ্রিদের পিছু নেওয়ার লড়াইয়ে টিকে রইল বার্সেলোনা।ম্যাচ শুরুর পর থেকেই ওভিয়েদো খেলছিল আক্রমণাত্মক ফুটবল। কয়েকটি কর্নার ও তীব্র গতির আক্রমণে উচ্ছ্বসিত করল গ্যালারিভর্তি দর্শক। তাদের আরও আনন্দিত করল কিংবদন্তি সান্তি কাজোলরার প্রথম একাদশে নামা ৪০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার—আবারও...