দ্বীপে পর্যটক প্রবেশ নিয়ন্ত্রণের ফলে পরিবেশ ও প্রকৃতি অনেকটা পুনরুদ্ধার হয়েছে। এবার গেলে সবাই সেটি সরাসরি উপভোগ করতে পারবেন। প্রায় নয় মাস বন্ধ থাকার পর আবারও ভ্রমণপিপাসুদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। আগামী ১ নভেম্বর থেকে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন। তবে রাত্রিযাপন শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সীমিত থাকবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। তিনি বলেন, দ্বীপে পর্যটক প্রবেশ নিয়ন্ত্রণের ফলে পরিবেশ ও প্রকৃতি অনেকটা পুনরুদ্ধার হয়েছে। এবার গেলে সবাই সেটি সরাসরি উপভোগ করতে পারবেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীরউদ্দিন জানান, দেশের পর্যটন খাতকে সুরক্ষা দিতে একটি জাতীয় পর্যটন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর...