লা লিগার ষষ্ঠ রাউন্ডের শেষ ম্যাচে বাইরে গিয়েও জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রিয়াল ওভিয়েদোর মাঠে ৩-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।তবে ম্যাচের শুরুটা একেবারেই ভালো হয়নি কাতালানদের জন্য। প্রথমার্ধে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার বড় ধরনের ভুলে প্রায় মাঝমাঠ থেকে করা আলবার্তো রেইনার এক দুর্দান্ত শটে পিছিয়ে পড়ে বার্সা। গোলটি হয়ে ওঠে গ্যালারির অন্যতম আলোচনার বিষয়।তবে বিরতির পর মাঠে নেমে নিজেদের আগ্রাসী ফুটবলকে কাজে লাগায় বার্সেলোনা। ৫৬ মিনিটে ফেরান টরেসের শট ঠেকালেও রিবাউন্ড থেকে এরিক গার্সিয়া সমতা ফেরান। এর পর থেকেই ওভিয়েদো চাপে পড়ে যায়। ৬৯ মিনিটে বদলি হিসেবে নামার পরপরই গোল করেন রবার্ট লেভানডফস্কি। রাফিনিয়ার জায়গায় নেমে অসাধারণ এক হেডে দলের এগিয়ে যাওয়ার গোলটি করেন পোলিশ তারকা। এটি ছিল বার্সেলোনার জার্সিতে লেভানডফস্কির ১০৫তম গোল। সমান সংখ্যক গোল করেছিলেন...