মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশান কম্পিটিশান অ্যান্ড এক্সিবিশান (ওয়াইস) ২০২৫ এ স্বর্ণপদক জয় করেছে টিম 'কিডজানা - আকাশ পাঠাবো'। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেগি ইউনিভার্সিটিতে ২১-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক দল অংশ নেয়। ইন্দোনেশিয়ান ইয়াং সাইনটিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় কিডজান'র সার্বিক তত্ত্বাবধানে উদ্ভাবিত ডিজাস্টার ম্যানেজমেন্ট রোবট 'জেফিরন' চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় এবং আইটি অ্যান্ড রবোটিক্স (আই আর) ক্যাটাগরীতে স্বর্ণপদক লাভ করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই রোভারটি ২০টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে অগ্নি নির্বাপন, স্বাস্থ্য পরীক্ষা, পরিবেশের তাপমাত্রা-গ্যাস পর্যবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। প্রতিযোগিতার বিচারক ও বিভিন্ন দেশের অংশগ্রহণকারী কর্তৃক ব্যতিক্রমধর্মী এ উদ্ভাবনটি দারুণভাবে প্রশংসিত হয়। বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী রোভার 'জেফিরন' এর উদ্ভাবনী দলের সদস্য ছিলেন সাফি বিন সুলতান, সাফওয়ান সাদাদ ও সাবিক বিন...