‘ডু অর ডাই’ ম্যাচে গতকাল পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। প্রতিপক্ষের দেয়া ১৩৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমেও ব্যাটিং বিপর্যয় পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ১১ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। এদিন ম্যাচ শেষে হারের দায় নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। তিনি বলেন, ‘গত দুই ম্যাচে ব্যাটিং ইউনিটের কারণে আমরা হেরেছি। বিপরীতে বোলিং বিভাগে আমরা ভালো খেলেছি, ছেলেরা অনেক ভালো পারফর্ম করেছে। তবে গতকাল (ভারত ম্যাচে) ব্যাটিং ব্যর্থতার কারণে আমাদের মূল্য দিতে হয়েছে, একইভাবে আজকেও।’ ইনজুরির কারণে সর্বশেষ গুরুত্বপূর্ণ দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি টাইগারদের ইনফর্ম অধিনায়ক লিটন কুমার দাস। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছেন জাকের। অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতা...