২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়ার পর পয়েন্ট হারানোর চোখ রাঙানির সামনে পড়ে গিয়েছিল বার্সেলোনা। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে হান্সি ফ্লিকের দল। লা লিগায় বৃহস্পতিবার রাতে রিয়াল ওবেইদোকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে শিরোপাধারীরা। মাঝমাঠের কাছাকাছি থেকে আলবের্তো রেইনার দর্শনীয় গোলে ৩৩তম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। তারা তিনটি গোলই পায় দ্বিতীয়ার্ধে। ৫৩তম মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান এরিক গার্সিয়া। বদলি নেমে ৭০তম মিনিটে কাতালারদের এগিয়ে নেন রবের্ত লেভানদোভস্কি। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে জালের দেখা পান রোনাল্দ আরাউহো। শেষ পর্যন্ত স্পষ্ট ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দল। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ২২টি শট নেয় বার্সেলোনা, যার ১০টি ছিল...