২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, গাজায় চলমান যুদ্ধ কেবল আগ্রাসন নয়, বরং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। তার বক্তব্যে উঠে এসেছে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ, মানবিক সংকট, এবং ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধার আশঙ্কা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মাহমুদ আব্বাস বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দেন। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেওয়ায় তিনি নিউইয়র্কে সরাসরি অংশ নিতে পারেননি। ৮৯ বছর বয়সী আব্বাস বলেন, গাজায় প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনি জনগণ গণহত্যা, ক্ষুধা, ধ্বংস ও বাস্তুচ্যুতির শিকার হয়ে চলেছে। তার অভিযোগ—ইসরায়েল পরিকল্পিতভাবে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আল জাজিরার প্রতিবেদনে বলা...