মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে দখলকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে দেবেন না। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি। “আমি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেবো না। এটা হবে না,” বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা নিয়ে একটি চুক্তিও ‘অতি সন্নিকটে’ বলে জানিয়েছেন তিনি। সোমবারই তার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং পশ্চিম তীরের দখল ছাড়তে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। দিনকয়েক আগে প্রভাবশালী একাধিক পশ্চিমা দেশসহ ১০টি দেশ আলাদা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিও দিয়েছে। অন্যদিকে কট্টরপন্থি ইসরায়েলিরা মনে করছে, পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে পারলেই আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা ‘নাই হয়ে যাবে’। নেতানিয়াহুর জোট সরকারে থাকা...